শিক্ষা প্রথম জননীই দিয়েছিল
সহজপাঠ টা পনেরো দিনেই শেষ
ঈশ্বর বুঝি আশীষেই দিয়ে দিল
দিনরাত জুড়ে পড়াশোনা অনিমেষ ।
জননী ভাবে কন্যা বুদ্ধিমতী
বয়সের আগে বিদ্যালয়ের পাঠ
তৃতীয় শ্রেণীতে ভর্তিতে নেই ক্ষতি
হৃদয় যখন বিস্তৃত খোলা মাঠ ।
পিতা ছিলেন বিদ্যালয়ের গুরু
শিক্ষার সুখে জীবন স্বপ্নময়
জননীর হাতে শিক্ষাজীবন শুরু
জীবন যুদ্ধে কন্যার বরাভয় ।
প্রাথমিক ছেড়ে উচ্চয় আগমন
কত দিদিমণি শিক্ষার সহযোগী
আনন্দময় ছোটবেলা শুভক্ষণ
শিষ্য শুধু লেখাপড়া যোগে ভোগী ।
শিক্ষাগুরুর ঋণেই জর্জরিত
প্রণাম নেবেন পিতা-মাতা গুরুজন
বৃদ্ধ জীবন এখন অস্তমিত
কৃতজ্ঞতায় ভরে থাক এই মন ।