নতুন ভুবন কোথায় পাবো বলো
পুরানো ভুবনে বাস করি দশমাস,
প্রথম যেদিন আলোর ভুবনে এলাম
বিস্ময় ভরা ঘনঘোর চোখে ছিলো।
যদি বলো তাই নতুন ভুবন চাই
সে ভুবনে যদি মা’কে আরও কাছে পাই,
মায়ের পূর্ণ হৃদয় অমৃতময়
নতুন ভুবন পাই বা না পাই মা কে কাছে পেতে চাই।
সপ্ত সিন্ধু না থাক সেখানে কাছে
ঝিলম বিপাশা যায় যদি দূরে সবে,
গোমতী সরস্বতী কে ডেকে নেবো
মায়ের কোলের মতোই সে ভূমি হবে।
গঙ্গা যমুনা গোদাবরী ঘিরে আছে
সে ভূমি আমার মায়ের মতো ই চেনা,
পুরানো ভুবনে সব আছে চেনা জানা
ভারত আমার ভারতবর্ষ ফসল ফলে সোনা।
অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী
পঞ্চ কন্যা পবিত্র মা আমার জন্মভূমি,
মৈনাক বিন্ধ্য হিমালয় আছে ঘিরে
অন্য ভুবনে এসব নেইকো জানি।
এখানে সাগর নদী জঙ্গম ভরা
নতুন ভুবনে হয়ে যাবো দিশাহারা,
সুনীল আকাশ উদার বাতাস অমল বিমল শোভা
অন্য নতুন ভুবন চাই না তুমি মা আমার সেরা।।