পথ মোর আঁকাবাঁকা কিন্তু গন্তব্যে অবিচল ।
তোমায় পাইনি কিন্তু তোমার মত কেউ আছে অবিকল ।
গোলাপের কাঁটায় রক্তাক্ত আমার দেহ ।
হয়তো, আমার চেয়েও দুঃখী আরো অন্য কেহ ।
তোমার পায়ের মল , এ পথেই চঞ্চল ।
আর আমার চোখের জলে সিক্ত ধরাতল ।
জানি, তুমি ছায়া, তাই, কেটে গেছে মায়া ।
বিবাগী মন আমারও বেহায়া ।
তাই, শক্তি জুগিয়ে প্রাণে ,
নতুনের সন্ধানে ,
এ পথেই ধাবমান ।
যে পথে প্রত্যাখ্যান, সে পথেই নতুনের সন্ধান ।
রাতের শেষে নতুন সূর্যোদয় ।
একই সাথে আমারও বোধয় ।
শোক অথবা বিলাপ নয় ।
হারানোকে ভোলাতে নতুন আসবেই নিশ্চয় ।