ভাবের ঘরে আড়ি দিয়ে কাটছে বেলা
প্রভু তোমার কি অপরূপ রাগের খেলা।
রাধা কেবল কেঁদে মরে,
মন টেকে না নিজের ঘরে,
অষ্টসখী রূপটি ধরে, তোমার তরে
প্রেমের ফাঁদে আটকে রাখে মায়ার ভরে।
জ্যোৎস্না রাতে কদম বনে দুলবে দোলা
আয়রে সখী ঝুলব তবে ঝুলন ঝোলা।
প্রেমের গানে সুরের তানে,
বংশী ধ্বনির মায়ার টানে,
ছুট্টে আয়রে বনের পথে নিঝুম রাতে
লীলা খেলায় মাতবো মোরা, ভাঙবে প্রাতে।
তারা ভরা আকাশ মাঝে তোমায় দেখি
প্রাণের ঠাকুর তোমারি নাম ভালে লেখি।
দয়ার প্রেমের ঈশ্বর তুমি,
চরণ খানি সদা চুমি,
মীরা রাধা তোমার প্রেমে মত্ত রবে
সংসারেতে ভক্তগণে গাথা কবে।
নাম সংকীর্তন ঘরে ঘরে গোকুল জুড়ে
প্রেমে ভেসে গোকুলবাসী স্নেহে মুড়ে ।
বাল্যলীলার শোভা ধরে,
গানে গানে বর্ণন করে,
অশ্রুধারা বইছে দেখো ভক্তের চোখে
আপ্লুত সব ঠাকুর নামের কষ্ট শোকে।