আজকের যুগে নীতিবাক্য কেহ নাহি মানে,
নৈতিক শিক্ষার মাহাত্ম্যটা ক’ জনাতে জানে?
জ্ঞানীর বাণী ঘুচায় কালো ভেদ ভাবনা সব যত,
বুদ্ধিমানে করলে গ্রহন সুযশ লভে তত।
মহান জনের জ্ঞানের মূল্য অমূল্য যে জানি,
শিক্ষা নিতে চাইলে তবে রত্ন পাবে মানি।
জ্ঞানীর কাছে থেকেও শিক্ষা নেয়না কভু যারা,
জেনেবুঝে অন্ধ অজ্ঞানঅর্বাচীন যে তারা।
শিক্ষা জ্বালায় জ্ঞানের বাতি সুখের ছোঁয়া মাখে,
দেশ ও জাতির উন্নতিতে কীর্তি সুযশ রাখে।
বরেণ্য এই জীবন গড়তে জ্ঞানীর সম্মান করো,
অজ্ঞানতার পথটা ছেড়ে সত্যে মনটা ভরো।
শিক্ষা ঘুচায় অমানিশা জাতির মানটা বাড়ে,
লেখাপড়া উচ্চশিক্ষায় পৌঁছে বিজ্ঞান দ্বারে।
মূর্খ যারা পায় নাকো মান মাখে আঁধার পাকে
নিজের ভালো বুঝতে চলে নীতি কথার ঝাঁকে।
ধরা মাঝে সেরা সাজে মানুষ সভ্য জাতি,
চাঁদের মাটি গাড়লো ঘাঁটি জ্বেলে জ্ঞানবাতি।
আচারাদি রীতি নীতি মানলে সর্ব জনে,
দেশ ও জাতির কল্যাণেতে চলবে শপথ সনে।