আসলে পরে জনম নিয়ে এই পৃথিবীর মাঝে,
যেতে হবে সকল ফেলে সময় যখন সাজে।
বিদায় বেলা আপনজনে কাঁদবে বিষাদ ভরে
সময়স্রোতে ভুলবে শোকে একটু একটু করে।
বিধির নীতি অমোঘ রীতি আসা- যাওয়ার খেলা,
ভবের মেয়াদ স্বল্প দিনের সুখের দুখের ভেলা।
জ্ঞানপাপী ওই মানুষ তবু স্বার্থ নিয়ে থাকে,
ছলকপটের মুখোশ পরে বিবেকটাকে ঢাকে।
লোভের আগুন হিংসা দ্বেষে সদাই থাকে মেতে,
জীবন আয়ু দমের বায়ু ফলটা হবে পেতে।
পরের ক্ষতি সাধন করে নিজের সঞ্চয় গড়ে,
স্বজন জনে আঘাত হানতে দৃকপাত না করে।
ন্যায় অন্যায় আর পাপ- পূণ্যের যে ধার ধারে না কভু,
পাপের সঞ্চয় গড়ার তরে উন্মত্ত রয় তবু।
পরের মাথায় কাঁঠাল ভেঙে গড়ে বাড়ি গাড়ি,
বুঝে নাতো শমন এলে দিতেই হবে পাড়ি।
মূঢ়মতি মানুষ ভাবে থাকবে ধরার মাঝে,
কালের গতি যায়না রোখা জীবন ঢলে সাঁঝে।
বোধের পরশ জাগাও মনে সুকাজে মন দিয়ে,
প্রীতির ভাবে থাকো মিলে ভরবে সুখে হিয়ে।