মাটির হাঁড়ি ঘট কলসী
সরা পাতিল যত,
যুগের বায়ে যায় হারায়ে
মৃৎশিল্প যত।
বিষন্নতা যায় ছাপিয়ে
কুমোরপাড়া জুড়ে,
ডুকরে কাঁদে যুগের ফাঁদে
বুকটা জ্বলে পুড়ে।
মাটির ছাঁচে জীবন বাঁচে
শিল্পকলা নিয়ে,
মুখে গরাস জোগান দিয়ে
ভরতো সুখে হিয়ে।
আগের দিনে মাটির গড়া
পাত্রে হত রাঁধা,
আধুনিকের ছোঁয়াচ লেগে
সবকিছুতে বাধা।
কুমোর পাড়া ছন্দহারা
বেদনভরা মনে,
মাটির সাথে স্মৃতি আঁকা
দেওয়ালের সনে।