ভবের বাটে সবাই হাঁটে
সুখের ছোঁয়া পেতে,
পায় না যারা দুখী তারা
পায়না দুটো খেতে।
আছে কত ধনী যত
খাচ্ছে খাবার দামী,
দালান ঘরে সুখে ভরে
কাটায় দিন যামী।
গরিব জনে ব্যথার সনে
ক্ষুধার জ্বালা সহে,
কুঁড়ে ঘরে অভাব থরে
মনের কষ্টে দহে।
শীতের দিনে বস্ত্র বিনে
দুখী কষ্ট সহে,
বিলাসিতায় গরম জামায়
ধনী জনে রহে।
মানবতা সরলতা
জাগাও প্রাণে সবে,
সাম্যের ভাবে শান্তি পাবে
প্রভুর কৃপা রবে।