হলাম যদি সৃষ্টি সেরা
মানুষ আমরা সবে,
ভেদাভেদে মরবো কেন
অজ্ঞানতায় তবে?
মনের যত কলুষ কালি
ফেলবো সকল মুছে,
জাত বেজাতের বর্মখানা
যাক না আজকে ঘুচে।
ধনী গরিব বৈষম্যটা
মিছেই পাঁচিল গড়ে,
একসাথে তাই থাকবো সবে
প্রীতির হাতটি ধরে।
মনুষ্যত্বের চেয়ে বড়ো
ধর্ম কি আর আছে?
সকল মানুষ সমান যে হয়
সৃষ্টিকর্তার কাছে।
কুসংস্কার আর জাত বৈষম্যের
বেড়া ভাঙতে হলে ,
আর দেরী নয়,ত্বরা করে
এসো সবাই চলে।