তোমার জন্য দিতে পারি, সুখ বিসর্জন ।
সেই কবে হতে সঁপেছি ,তোমাতেই মন ।
লক্ষী রূপে তোমাকেই করেছি বরণ ।
তুমি যদি থাকো পাশে, সুখের সে মরণ ।
সারাটি জীবন এমন ভাবে দুজনে একসাথে ,
মুখোমুখি বসে রবো, জ্যোৎস্না মাখা রাতে ।
ঘুম ভেঙেই তোমায় চাই প্রতি প্রভাতে ।
অফিস হতে বাড়ি ফিরে তোমার দর্শন ।
তোমার জন্য অঙ্গে আমার, মধুর শিহরণ ।
তোমার জন্য ভেসে যাবো, নদীর মোহনায় ।
তোমার কাছেই আসবো ফিরে, সন্ধ্যা যদি ঘনায় ।
তোমার জন্য শিশির হয়ে, জড়িয়ে রবো পায় ।
তোমার জন্য গোলাপ হব, গেঁথে নিও খোঁপায় ।
তোমার আসার অপেক্ষাতেই, আমার সন্ধ্যা বাসর ।
তুমি আসলেই মাতাল হবে, আজকে গানের আসর ।