এখনকার রাজনীতিতে ,
লাগাম ছাড়া দূর্নীতি ।
সবই হবে মেনে নিতে ,
এটাই যে রীতি ।
সবার জন্য, সবার তরে ,
এসব কথা ভাববো পরে ।
লুটে নিয়ে যাব ঘরে ।
হয়েছি নেতা এই জন্য ।
উদ্দেশ্য কিছু নেই অন্য ।
মানুষগুলো আজ পন্য ।
চুরি করেও লোক বরেন্য ।
উড়ছে টাকা সদাই হেতা ।
সব পাবিরে হলে নেতা ।
গাড়ী – বাড়ি – বাংলো হবে ।
সব দেখেও নীরব রবে ,
ভীরু জনগন ।
এই নিয়মই চলছে এখন ,
চিন্তা কিছু নাই ।
আয় না রে ভাই ,
আমরা ক’জন লুটেপুটে খাই ।