জয়নগরের মোয়া, ভীষণ জনপ্রিয় ।
ঐ দিকে কেউ গেলে ,
আমায় এনে দিও ।
দুষ্টু আমার ছেলে ,
মিষ্টি ভালোবাসে ।
চিনির মোয়া খেলে ,
সে স্বাদ কি আর আসে !
নলেন গুড়ের সুবাসটা নাই ।
খইয়ের ভিতর চিনির চাঁই ।
বাধ্য হয়েই এটাই খাই ।
তেমন মোয়া কোথায় পাই !
ভেজালের এই বাজারেতে ,
জয়নগরেই হবে যেতে ,
গুড়ের মোয়া পেতে ।।