মাগো আমায় ছুটি দিতে বল ।
ডাকছে মাঠে ছেলের দল ।
ইচ্ছে করে, ছুটে চলে যাই ,
বইখাতা সব ছড়াই – এইটাই ।
পড়ায় আমার মনটা যে নাই ।
ডাকছে খেলার মাঠ ।
বিকেল বেলায় ওড়াতে ধুলো ,
ডাকছে পথ – ঘাট ।
মাথার ভিতর পোকা গুলো ,
করছে কিলবিল ।
সূয্যি মামা দিগন্ত ছুঁলো ,
ডাকছে খাল – বিল ।
এবার আমায় দাও না ছেড়ে ,
সম্মতি দাও মাথাটি নেড়ে ,
আর লাগে না ভালো ।
একটু পরেই সন্ধ্যা হলে ,
আকাশ হবে কালো ।
বন্ধুরা সব যাবে চলে ,
মুছলে দিনের আলো ।