মন যে আমার থাকতে না চায় শহর মধ্যে ভাই,
অট্টালিকার সারি মাঝে শান্তি নাহি পাই।
ইট পাথরের অট্টালিকার সকল মানুষ জন,
আপন তালে মত্ত থাকে নয়কো উদার মন।
ভালোবাসার অভাব সেথায় যান্ত্রিক জীবন হায়,
গাড়ির ধোঁয়া দূষণ ভরা নেই বিশুদ্ধ বায়।
বিলাসবহুল জীবন ধারা ব্যস্ততা দিন রাত,
আমোদ প্রমোদ গানে জলসায় থাকে লোকে মাত।
সবুজ শ্যামল গ্ৰামের ভূমি দেখে জুরায় আঁখ,
মিষ্টি মধুর পাখির কূজন শুনি বৃক্ষ শাখ।
সর্ষে ফুলে ভরা জমি হলুদ বরন বেশ,
শুদ্ধ বাতাস বইছে সদা প্রাণে সুখের রেশ।
সহজ সরল গ্ৰামের মানুষ আপন করে নেয়
বিপদেতে দৌড়ে এসে সাহস মনে দেয়।
ছোটো নদী এঁকে বেঁকে বেগে স্রোতে বয়,
রাঙা ধুলোর পথে বাউল সুরে মগ্ন রয়।
দিঘি পুকুর ভরা থাকে কতরকম মাছ,
বাগানেতে সব্জি কত মিষ্টি ফলের গাছ।
ধানে ভরা সবুজ জমি শীতল বৃক্ষ ছায়,
এসব মাঝে শান্তি সুখে প্রাণ জুড়িয়ে যায়।