রাত ভোর প্রচন্ড বজ্র বিদ্যুত সহ বৃষ্টি। মাঠ -ঘাট জলে থৈথৈ। সকালে মেঘলা আকাশ, থমথমে ভাব।
একটা কাক বাড়ির কার্ণিশে সমানে ডেকে চলেছে।
খাওয়ার দিচ্ছি খাচ্ছে না। তাড়ালেও যাচ্ছে না।
এবার মনে ভয় এলো। ‘এ কি অশনি সংকেত ‘!
বাড়ির বয়স্কদের মুখে শুনেছি কাক ডাকলে বা কুকুর কাঁদলে কোনো অঘটনের ইঙ্গিত।
চেষ্টা করে যাচ্ছি, একটা লাঠি নিয়ে তাড়াবার।
বৃথা প্রচেষ্টা।
কি আর করবো; জলখাবারের ব্যাবস্থা করতে চলে এলাম।
মিনিট পনেরো কুড়ি মধ্যে বাইরে থেকে বৌদি বলে চিৎকার করছে আমার কাজের মেয়ে।
কাছে যেতেই বলল,” শিগগিরি এসো, তোমার প্রিয় চক্রবর্তী কাকিমা আধঘণ্টা হলো মারা গেছেন।
ওরে বাবা। তাহলে কী কাকটা …!
ছুটলাম দেখতে।