খালে বিলে ফুলের দলে
কলমি শাকের মেলা,
শালুক শাপলা.সাদা লালে
জলে কাটায় বেলা।
পানকৌড়ি ওই লাগায় যে ডুব
পানা পুকুর মাঝে,
পাখ পাখালি ফেরে ঘরে
অস্তরাগের সাঁঝে।
দামাল ছেলে শালুক তোলে
সাদা লালে ভরা,
মায়ের হাতে রান্না খাবে
আনন্দেতে হরা।
জোরে জোরে ডাকছে কাকে
সাবধান বাণী বলে,
তফাৎ যারে তাড়ায় লোকে
কু- ডাকের ওই ছলে।
গাঁয়ের দৃশ্য মনে ধরে
হংসের ভেসে চলা,
ধানের শিষে পাখির দাপট
গানের সুরে বলা।