তোমার দংস্ট্র। বিষিয়েছে প্রেম ,
বিষুবরেখা থেকে সূর্যের দক্ষিণে –
বাঁচার অকূল আর্তনাদে ভেসে যাই আমি ,
দন্ডপাণি এসেছে ,হেসেছে অকালেই ।
তোষামোদি যত চাটুকার –
স্বার্থের অন্বেষণে ঘুরে মরে পথময় ,
ত্রিবেণী সঙ্গমে পুণ্য নেই আছে শুধু ত্রিপাপ।
ত্রিদিব বিষিয়েছে ত্রিদোষ অনুকার ।
আছে কি কোন ত্রিকালজ্ঞ –
বলেদেবে আগামী ভবিষ্যত ?
অক্ষমতার দেওয়ালে পিঠ ঠেকেছে ,
প্রতিবাদহীন প্রতিবন্ধি এখন আমরা ।
আজকের শিশুর মুখের নিষ্পাপ হাসি –
ছড়িয়ে পড়ুক নির্মল আকাশের বুকে ,
কালকের প্রভাতে ছড়িয়ে পড়ুক –
বারীধারায় বন্ধ্যা এ পৃথিবীর মুখে ।