বাইরে অকালবৃষ্টি ,ঘরেতে নিঃসঙ্গ আমি ,
স্বপ্ন নেই , নেই কোন পেইন কিলার ,
তবু যেতে পারছিনা গন্তব্যে ।
ভালোবাসা মরুভূমির বুকে হারিয়ে গেছে অনেকদিন,
সুন্দরীরা আমার দিকে তাকায় না ,এ একজন ব্যর্থ কবি।
এর অর্থ নেই ,সেলিব্রিটি নয় ,
এর খাবারের ঠিক নেই , আপন মনে ঘুরে বেড়ায় পথে প্রান্তরে ,
এ বোকা, আজকের সমাজে অচল,
ও শুধু স্বপ্ন দেখে অন্ধকারের মধ্যে আলোর ,
আর আপন মনে হাসে ও উপহাস করে
বিলাসী, সুবিধাবাদী মানুষদের ।
নিজেকে বিপন্ন করে সময়ের কথা লেখে,
অরণ্য, নদী,প্রেম কিছুই নেই এর লেখায়,
শুকনো আর ঝাঁজালো শব্দের জাগলারী।
ও খালি আপন মনে হাসে ,আর মেহের
আলীর মত চিৎকার করে মনের ভেতরে, নীরবে,
সব ঝুট হ্যাঁ , সব মিথ্যা দিয়ে ঢাকা
আমাদের সমাজ, সংসার।
সব ঝুট হ্যায়….