গুরু গুরু গুরু গুরু
আকাশ জুড়ে বাজে,
মেঘের ডাকে কম্পিত আজ
যেন রণ সাজে।
অম্বর জুড়ে কালো মেঘে
বাদল এলো নেমে,
পাগলী মেয়ে বৃষ্টি ভেজে
নাচে থেমে থেমে।
ফুলের দলে পলে পলে
জলের ফোঁটা লাগে,
কলি মেলে পাপড়ি ফোঁটে
ভোরের বেলায় জাগে।
চাষি হাসে বৃষ্টি দেখে
চাষের কাজে ব্যস্ত,
সোনার ফসল উঠবে জেগে
তোলার কাজে ন্যস্ত।
বক্ষ জুড়ে সুখের আশা
ধানে ভরা গোলা,
বিক্রী শেষে আসবে লক্ষ্মী
টাকায় ভরবে ঝোলা।