মধ্যাহ্নে থেমে আধময়লা বয়সটাকে একটু ঝাঁড়পোঁছ করে
আবার চাই এগোতে, এগোতে এগোতে
নোংরার পুরু আস্তরণ এতকাল বৈষয়িক চেতনায়
তিলে তিলে ছিটিয়েছে কালি।
তিলোত্তমার ভয়াল ছোঁয়ায় এখন টুকুন নড়াচড়া করে
পেছনে রাখা সেইসব পদ-চিহ্ন,
ব্যথা থেকে আগুন জ্বালিয়ে আবর্জনা পুড়িয়ে
আবার তো বাঁচতে পারি, বাঁচার গোলকে নিস্তেজ জড় পাথেয়গুলো প্রকাশ্য দিবালোকে
এখন স্বপ্ন নয় অথচ চুম্বকক্ষেত্রে ধরাশায়ী এই প্রাণ
দিব্যি ছিল অন্ধ পামর,
দুঃখের প্রকৃত বন্ধু সুখীর পথটা হারিয়েছে গোলকধাঁধায় অথবা প্রতারক সুখের ছদ্মবেশে
রাজার অতিথি ছিল এতদিন!
মধ্যাহ্নে আধময়লা বাঁচাকে নিকেশ করে
আবার টগবগে অশ্বারোহী হই আর মুক্ত প্রাঙ্গণে ছুটছি, ছুটছি আর ছুটছি।