সারা রাত জাগি ,
ভোর রাতে ক্লান্ত শরীরে অভাগী ,
ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে ।
জানি না, কার লাগি ।
কার সাথে ঘর বাঁধতে ,
চেয়েছিল সে কিজানি ।
দাসী মন হয়তো, হতে চেয়েছিল রানী ।
তার চোখের জল মূল্যহীন ।
সে হয়তো, ফিরে পাবে না কোনদিন ,
সেই নিকট প্রমিকাকে ,
মন – প্রান দিয়ে ভালবেসেছিল যাকে ।
অশ্রুই এখন তার নিশীথের সাথী ।
সমাজ তবু তারেই দোষে, সে যে নারী জাতি ।
তাই সে, সাহস পায় না, নতুন করে স্বপ্ন দেখার ।
ভোগের বেলা নিকট সবাই, দুঃখগুলো একার ।