মেঘ জীবনের মতোই, আমি জানি
মেঘের দেশে বাঁচি। মেঘ নিয়েই স্বপ্ন দেখি। যত দূরে মেঘ, তত সুন্দর
শূন্যে দেখি জীবনের রং, বাতাসে মৃত্যু
শীতলতাকে বন্ধু ভেবে দেখেছি বাড়িয়ে দিয়েছে মাইগ্রেন। বন্ধু চাইনি
আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে মেঘ, বার্বি-অ্যানাবেল।
শান্তি, বৃষ্টি, পুতুল কিচ্ছু চাইনি বিশ্বাস করুন
মেঘ চেয়েছি শুধু
হাতের কাছে, বুকের কাছে, প্রেমের কাছে।
শূন্য হয়ে যায় জেনেও মুঠো করে ধরে রেখেছি দুর্বল মেঘ
মেঘই চেয়েছি শুধু,
অথচ মেঘ জীবনের মতোই, আমি জানতাম।