হৃত স্মৃতিদের ঝাঁপি খুলে কুড়িয়ে নিতেও
পিছপা নয় সুখের মহার্ঘ ধন।
কত এড়িয়ে যাবে চলমান ঘটনাগুলোর হাতে
উন্মুক্ত বেয়নেট দেখে,
উদ্যোগী হয়ে কারা যেন ওঁৎ পেতে আছে আড়ালে-আবডালে?
সাবধানী হৃদয় ধীর ধীর পদক্ষেপে
খুঁজে চলে অমৃতস্য ইন্ধন।
সামনের দূর-সুদূরের কত-শত দুর্বৃত্তেরা
চুপিসারে এগিয়ে আসে নানা ছলনায়।
এবার তবে মানুষটা তার ছদ্মবেশ তুচ্ছজ্ঞানে
ছুঁড়তে পারে মহাসাগরের দিকে।
এক অভাবিত উল্লাসে রঙিন দিনগুলো
পেতে দেয় বেঁচে ওঠার বরআসন,
সেখানে আসন পেতে নির্ভাবনায় ভাবনারা
হাসির ফোয়ারায় মুগ্ধতায় অবিচল।