এখানে সম্মান নেই, হুঁশ আছে, জীবন নেই,
ভাবী হাওয়ার কাতর প্রার্থনা
শুনতে রাজি নই কেউ।
চোখ মুছলেই আদর গলে না
বাচ্চার মুখে পাতলা ক্রীমের মতন,
নিজেকে নির্জনে উদোম বসিয়ে
ধারাপাতে ব্যস্ত হই অবিরাম,
শূন্যের প্রতিভাস বিছুটির ডালে
শুইয়ে রাখে অদৃশ্য পাগল।
এখন বহুরূপীকে চিনে নিতে মরীয়া আদুরে বিষধর,
প্রতিপক্ষের শাঁসালো হাওয়া যেন
প্রবল ঝড়ে উড়ন্ত ঘূর্ণির মতন।