পালক পালক মেঘ , চঞ্চল অস্থির
চামর দোলায় মন বাবা মানিকপীর ।
ঐকতানে সুখ কঙ্কাবতীর ঘাট
কাব্যকূজন আঁখি তেপান্তরের মাঠ ।
বর্ণমালায় গাঁথি দীপান্বিতার আলো
গোস্তাকি মাফ হো সন্ধ্যা প্রদীপ জ্বালো ।
কফিনবন্দি শব মনুষ্যত্বহীন
অহমিকায় ঢাকা স্বার্থত্যাগে দীন ।
মরীচিকায় মোড়া স্বপ্নের হাতছানি
জীবন সংকট পাচ্ছি না আর পানি ।
চাতক খোঁজে জল , গরীবের সম্মান
উল্লসিত নেতা বেইমান অভিধান ।
ঔদ্ধত্য কয় অহংকারী তুই
প্রেমের পরশ দিয়ে ফুটিয়েছি দেখ্ জুই ।
অদৃশ্য উষ্ণীষ দৃশ্য হাসিমুখ
লুকিয়ে রাখি যাদের কষ্টমাখা দুখ ।
কৃষ্ণচূড়ায় লাল পলাশ আগুন রঙ
দুর্বার আহ্বান মুখোশ জুড়ে ঢঙ ।
বিজ্ঞাপনে যায় বৃষ্টি ভেজা রাত
ভ্রষ্টাচারে সুখ , স্বাধীনতা কেয়া বাত !