একটার পর একটা নিঃশ্বাস খসে পড়ছে
সময়ের সৌর চুল্লীতে
বিগত আয়ুর বিকেল বাথানে
বাসি হচ্ছে যযাতির বাড়তি যৌবন
আর আমি এক অসমাপ্ত প্রেমের চুম্বন দৃশ্য
এঁকে যাচ্ছি পিচ্ছিল পদ্মের স্বপ্ন পাতায়
দিনের পরে মাস মাসের পরে বছর সাজিয়ে
থাকবন্দী পাহাড়ের মুখে ঢেলে চলেছি
অবাধ্য জিনের তৈরি আবেগের নীল মদ
দিগন্তের শেষ শ্মশানের এক মহাবট
আমার ব্যাধের তীরে বিদ্ধ হওয়া এড়িয়ে
আবারও ননী খেয়ে বাঁশি বাজানোর
ইচ্ছে দাঁড়ে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে
নক্ষত্রের অবিরাম জন্ম মৃত্যু দেখেও
আমার বারবার নতুন করে সৃষ্টি স্বাদ পাওয়ার
ধোঁয়া- আগুন নেশা কাটছে না