শুধু একটি চুম্বন থাক অবলম্বনে
বহুমূল্য তার এ শূন্য প্রেমাঙ্গনে।
বুকের জ্বলন হয় গলন ও স্পর্শে –
যতদিন আছি গাইবো প্রেমহর্ষে,
ঝরা মালা বুকে নিয়ে বসন্তে বাঁচবো-
দুটি হাতে ও মুখখানি তুলে ধরবো।
কারা যেন আড়ালে বিদ্রপে হেসেছিল ,
তারা কখনো কাউকে ভালোবেসে ছিল ?
চুম্বনের বিভাবরী থাকে তো লুকানো –
নীলম্বরে প্রেম যে স্বপ্নময় সাজানো ।
কেন প্রাণভরে তোমাকে ভালোবেসেছি,
ওদুটি কালো চোখে মৃত্যু আমি দেখছি।
প্রেম দিবসে গভীর ছায়া কেঁপে ওঠে ,
বাঁচার আকাঙ্খা জাগে দুটি রাঙা ঠোঁটে।
বলো ,তুমিও কি আমায় ভালোবাসনি-
বাসর সাজিয়ে প্রেম সম্ভারে আসোনি ?
সকল ব্যথা ভুলে যে বুকেতে নিয়েছি –
প্রিয়ামোর বলো তো তোমাকে কি পেয়েছি?