একখণ্ড কাপড় চাই,
এই দুনিয়ার আর কিছু যেন আমি দেখতে না পাই।
কানে গুঁজতে চাই কিছুটা তুলো।
আমি বেঁচে থাকতে চাই সবকিছু ভুলে এক হাবা-গোবা ভুলো।
পৃথিবী এখন কাদায় ভরে গ্যাছে।
মানুষ গুলো সব একজন কাদাখোচা পাখি হয়ে যাচ্ছে।
মানবিকতা, সততা কালো পিচ হয়ে রাস্তাকে জড়িয়ে ধরছে।
প্রতি রাতে মানবসভ্যতা কাঁদছে হু হু করে।
বিশ্বাস এখন পাহাড়ের চূড়ায় চূড়ায় শুধু একটু আশ্রয় খুঁজে বেড়াচ্ছে।
এ পৃথিবী দেখবো বলে এ জন্মে তো আসিনি।
নানা রঙের ফুল জোগাড় করেছি
পৃথিবীর মানচিত্র নতুন করে এঁকে রাঙিয়ে দেব বলে।
একখণ্ড কাপড় চাই, চোখকে ঢাকবো বলে।
কানে তুলো, বধির হতে চাই।
শ্যাওলায় ভরে যাচ্ছে পৃথিবী।
রোজ রাতে খুন হচ্ছে সততা।
পৃথিবীতে কামিনী ফুলের গন্ধ ছড়িয়ে দিতে চাই
শূন্যে উড়িয়ে দিলাম অমৃতের পাত্রটা।
যদি আর একবার পৃথিবী তার জায়গায় ফিরে আসে।