দাঁড়িয়ে আছি তোমার হাতটি ধরে
ঘন কালো মেঘে কী ভীষণ বৃষ্টি এলো ধেয়ে।
বৃষ্টির ভিতরে বৃষ্টি পড়েলে,
চোখের গভীরে নয়ন তারায়
টিপ টাপ জল ঝরে!
বৃষ্টিছাঁট আসছে ছুটে,
চোখে মুখে মাথায় গায়ে।
গাছের ডালে ডানা ভেজা পাখি
খুনসুটি করে পাখা ঝাপটায়।
মুক্তির খোঁজে উড়ে যায় নীল আকাশে।
চোখের ইশারায় বলছো সরে এসো বারান্দার কার্নিশে।
আরও জোরে প্রবল বাতাসে,
কে যেন কড়া নাড়ে!
জড়িয়ে নিলে তুমি আমায় বৃষ্টি ভেজা আবেশে।
বেশি কাছে এসো না।
বৃষ্টি ভেজা রাতে দূরেই থাকো
অপরূপ মুগ্ধতায় রাখো
রাতের গভীরে দুনয়নে আমায় স্বপ্নহার দিও।
এখনও দাঁড়িয়ে আছি তোমারই অপেক্ষায়!