সবুজের বুকে প্রকৃতির আঙিনায়
শ্যামলের অপরূপ শোভা,
গাছগাছালি ফুলে ফলে ভরা
চরাচর সাজে অতি মনোলোভা।
এমন সবুজ হচ্ছে নিধন
নগরায়ন হেতু যেথায় সেথায়,
উষ্ণতা বাড়ছে মাত্রা ছাড়া
সবুজ বিবর্ণ আজ প্রকৃতিতে হায়।
সবুজের বুকে প্রকৃতির আঙিনায়
শ্যামলের অপরূপ শোভা,
গাছগাছালি ফুলে ফলে ভরা
চরাচর সাজে অতি মনোলোভা।
এমন সবুজ হচ্ছে নিধন
নগরায়ন হেতু যেথায় সেথায়,
উষ্ণতা বাড়ছে মাত্রা ছাড়া
সবুজ বিবর্ণ আজ প্রকৃতিতে হায়।