আকাশ পারে জীমূত কালো
ডাকছে ঘন দেয়া,
সচকিত সকল মাঝি
ফেরায় ঘাটে খেয়া।
নামবে বৃষ্টি বিচঞ্চল হয়
মাঠে গাভীর দলে
ব্যস্ত রাখাল তাদের নিয়ে
গোঠে ফিরে চলে।
জলাশয়ে মাছের মেলা
মেঘের ডাকে ভাসে,
পানকৌড়ি এক ডুব সাঁতারে
খাচ্ছে গিয়ে রাশে।
নামলো বৃষ্টি মুসলধারে
ছন্দ নাদের তালে,
টাপুর টুপুর জলের নূপুর
বাজছে টিনের চালে।
পাখি যত নিশ্চুপ ভিজে
গাছগাছালি ফাঁকে,
পাখসাট তুলে বকের সারি
ঘুরছে নদীর বাঁকে।