ক্ষমা করো ক্ষমা করো হে রুদ্র সবিতা
তোমার উত্তাপে আজ তপ্ত বসুন্ধরা
প্রকৃতি হয়েছে রুক্ষ চারিদিকে ক্ষরা
বৃষ্টিধারা ঢালো ভবে হে ভাস্কর পিতা।
কত রূপে মেঘ মাঝে হও সুশোভিতা
মেঘ অন্তরালে থেকে দাও ছায়া ভরা
স্বস্তি পায় জীবলোক স্নিগ্ধ হয় ধরা
নির্মল কিরণ তরে ভূলোক বন্দিতা।
অগ্নিবর্ষণ করছো কেন তবে আজ
অসহ্য গরমে সবে মরি দিবা সাঁঝ।
বৃক্ষাদি নিধনে হয় যত অপরাধ
পুকুর বুজিয়ে ক্ষতি সমাজে সতত
নগরায়ণে প্রকৃতি বিরুপ অবাধ
তাপের প্রখরতায় প্রাণ ওষ্ঠাগত।