নীল আকাশে রাতে হাসে
ফুলের রূপে তারা,
জোনাক মত আলো কত
জ্বলছে গগন সারা।
ঝিলিক জাগায় আলোক ভরায়
নিভে আবার জ্বলে,
দারুণ শোভা মনোলোভা
সাজে গগন তলে।
জ্যোৎস্না আলো উজল ভালো
রাতের আকাশ মাঝে,
তারার বাসর আলোর আসর
তারই সাথে রাজে।
চাঁদের হাসি ছড়ায় রাশি
রুপোলি রং যত,
তারা সবে মৌন রবে
জ্বালে বাতি শত।
চাঁদের আলো নিশি কালো
ঘুচায় আঁধার রাতে,
উষা কালে রবি ঢালে
আলো ধারা প্রাতে।