শ্রাবণের শেষ বেলা
আকাশের গায়
রোদ বৃষ্টি খেলা মাঝে
রামধনু প্রকাশ পায়।
সাদা কালো কাপাস মেঘ
উড়ে উড়ে ধায়
রামধনু তার সাতটি রঙের
দ্যুতি ছড়ায়।
জীমূতের জলকণায় সূর্যালোকে
সৃষ্ট রঙের বাহার
ধনুকাকৃতির বিম্ব আঁকে
অঙ্কে নীলিমার।
স্নিগ্ধ মধুর সমীরণ
মিঠেল রোদ তায়
মেঘের কোলে রামধনু
অপরূপ দেখায়।