গ্ৰামের মাঝে গাছের তলে,
প্রবীণ এসে রাশে,
আজো বসে একসাথে সব
প্রবীণেরা হাসে।
আড্ডা গল্প মাঝে পড়ে
সংবাদপত্র নিয়ে,
এমন দৃশ্য শহরতলে
পাবে নাকো গিয়ে।
বার্ধক্য কাল এমনি ভাবে
কাটায় যদি সবে,
থাকবে সুখে সুস্থতা সাথ
মন আনন্দে রবে।
বর্তমানে এমন আড্ডা
যায়না বিশেষ দেখা,
প্রবীণ এখন একাকী রয়,
অন্তরে দুখ রেখা।