উৎসর্গ – রূপসা, আয়েশা, সুকৃতি, দেবলীনা, অঙ্কিতা, সুহানা, আকিব এবং শুভ্রকে
ভুল বুঝতে ভালোবাসি আমি। প্রথম থেকেই
সূর্য ঘোরে, পিছন পিছন দৌড়ে আসে চাঁদ, ক্রিসমাসে স্যান্টা আসে, এইসব নিয়েই ভালো থাকি।
ভুল বুঝে প্রেমেও পরি, বন্ধুত্ব ভাঙি, ঝামেলা করি
তবু, ভুল বোঝায় সততা থাকে। ভুল বোঝায়, বোঝার চেষ্টা থাকে।
অথচ আমি চাই,
হেট ইউ বলায় ভালোবাসা খুঁজতে, ভুলবোঝাগুলো আকড়ে ধরতে, আমি চাই শেষ দিনটাকে দাঁড় করাতে-
পারিনা। ওই যে ভুল বুঝেছি, চাইলেই সব পাওয়া যায়;
শুধু বুঝিনি, চাইলে যা পাওয়া যায় তার থেকে না চাইতে পাওয়া জিনিস সুন্দর, শুধু বুঝদার বন্ধুর থেকে অবুঝ, খ্যাপাটে বান্ধবী সুন্দর, কঠিন সত্যির থেকে মিথ্যে ‘হেট ইউ’ সুন্দর
না চাইতেই পাওয়া লুজারগুলো সুন্দর
ভুলই বুঝি। ভুল বুঝেই ভালোবাসি। ভুল বুঝেই বুঝতে শিখেছি, মতের অমিল আমাদের আরো বেশি মিলিয়ে দিয়েছে, তোদের ট্রেনের গতি আমাদের আরো বেশি থামিয়ে দেয়, ফুরিয়ে যাওয়া সিলেবাস আমাদের নতুন করে জন্ম দেয়
এই নতুন জন্মে আমি জানি, বিগ বাজারের সামনেই বেড়ে উঠবো আমরা। নিজেদের খিস্তি দিয়ে নিজেদেরই প্রেমে পড়বো আবার, একসাথে ফাঁকি মারবো রাস্তায়, আবার হেরে যাবো। হেরে যেতে যেতে, একদিন ভুল বোঝা মিটে যাবে, একদিন ঠিক বুঝে যাবো;
জিতে যেতে হলে, আগে হেরে যেতে হয়। আগে লুজার হতে হয়..