কুসংস্কারে সমাজ জাতি
অন্ধ হয়ে থাকে,
মননটাকে আষ্টেপিষ্টে
বদ্ধ করে রাখে।
শিক্ষা সংস্কৃতির ধার ধারেনা
নিয়মের ধুম যত,
কঠোর নির্মম সেকেলে সব
বিধানের চল শত।
কুসংস্কারে সমাজ গতি
রুদ্ধ হয়ে পড়ে,
অনৈতিক আর অবিবেচক
প্রথায় সমাজ ভরে।
জাতি ধর্মে কুসংস্কার হায়
সমাজ করে নষ্ট,
মনুষ্যত্ব বিহীন মানুষ
দেয় জাতিকে কষ্ট।
ভ্রান্ত রীতি কুসংস্কার যে
হয় গোঁড়ামি অতি,
সমাজ মাঝে থাকতে ভালো
জাগাও শিক্ষায় মতি।