প্রেম সোহাগী বকুল রাশি
পূর্বাশার প্রান্ত দেশে
কার প্রতীক্ষা তরে লুটায়ে
পড়ে ঝরে ম্লান বেশে।
পূর্ণ যৌবনা হাসনুহানা
মৌতাত মাধুরী মাখা,
ভ্রমর সনে গুঞ্জন তানে
পুলকে দোলায় শাখা।
কানন মাঝে গোলাপ কলি
প্রেমের নুরজাহান,
প্রেমিক মনে প্রেম ছড়িয়ে
মাতায় ফুলবাগান।
যৌবন ক্ষণে প্রেম মত্ততা
প্রকৃতি নিয়ম বিধি,
জাগতিক এ বসুধা মাঝে
মদালসা গুণ নিধি।
এ চিরন্তন খেলা আধার
সতত প্রকৃতি মাঝে,
অনাদিকাল হতে আবর্ত
ধরায় সকাল সাঁঝে।
ভরা যৌবনে মৌ সমাগমে
মধুপের আনাগোনা,
উন্মত্ত মনে প্রেম মন্থনে
আলিঙ্গন আলাপনা।
যৌবন মন এভাবে কাটে
সবাকার অতিশয়,
শেষের দিনে প্রভুর টানে
সমাশ্রিত সদাশয়।