আয়না বলে আয় রে খোকা
আমার সামনে দাঁড়া
আমার মুখটা দেখাবে বলে
হচ্ছে পাগলপারা।
একটা শর্তে মুখ দেখাবো
যদি দেখাস মন
হাসি মুখে ঠায় দাঁড়াবো
বেশ অনেকটা ক্ষণ।
নিজেই নিজেকে চিনতে পারিনা
নিরুপায় তাই আমি
ছল চাতুরী সঙ্গী করে
হয়েছি বিপথগামী।
সবাই বলছে সমাজচ্যুত
বেঈমান নাকি সব
বেঁচে থেকেও বনে গেছি
আস্ত একটা শব।
আমার আমিকে চিনবো বলে
তাকিয়ে থাকি ঠায়
অভিযোজনের দুহাত ধরে
সময় বয়ে যায়।।।