আবার নতুন করে কবিতায় ঝাঁপিয়ে পড়লাম
সবকিছু লিখে দেব
কবিতার মাঝে সব কিছু বলে দেব
দিচ্ছি তোমাদের হুশিয়ারি
আমি যে কবি বিদ্রোহী তোমাদেরই
ছলে বলে কলে কৌশলে
কবিতা লেখার কারণে আমাকে ভরেও দিতে পারো জেলে
যায় না কিছু আসে তাতে
আমি সদা হাস্য প্রতিবাদী এমনিতে এমনিতে
জীবনের মায়া করিনা আমি
বহুকাল আগেই তাই দেহটাকেও দান করেছি
মানুষের তরে লিখে যাবো
মানুষের তরে করে যাব হুংকার
আমাকে তোমরা কবি বলে গণ্য কর বা নাই করো
আমি সময়ের দুর্বার,সময়েরই কবিতায় করে যাব চিৎকার
মানব কল্যাণের কারণে মরতে পারি আমিও
অমানুষের আক্রমণে কলম চলবে তবুও
আমি হিংসাকে করতে বিলুপ্ত
সরল পথে হেঁটে যদিও হই রক্তাক্ত
শুদ্ধ করব, করবো বিশুদ্ধ, এই বাক্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ।