কষ্টগুলো কড়া নাড়ে বন্ধ মনের আগলে প্রতিক্ষণ,
কত ব্যথা জমা একাকিত্বের আকাশে
প্রয়োজন বৃষ্টি হয়ে ঝরার,
অসহায় চাওয়া-পাওয়ার জীর্ণ চৌকাঠ পেরিয়ে
উদাসীন মনের ভগ্ন আঙিনার গাঢ় অন্ধকারে ঝরব বৃষ্টি ধারায়,
ঝরব তোমার নিঃশ্বাসের প্রতিটি ছোঁয়ায়,
তোমার জীবনের সীমানায়।
অনুভূতির সকল কামনার্ত অঙ্কুর হয়ে পড়ব ঝরে
ঝরবো সারাটা শরীর জুড়ে
জলসত্র হয়ে,
অষ্টপ্রহর সুখের ঘরের অসুখ হয়ে,
প্রত্যাখ্যানের চাদর গায়ে উড়িয়ে
কিছুটা বেয়াদবের ভঙ্গিতে, হুরমুড়িয়ে পরব ঝরে
সকল অভিমান আর ভালবাসার আদুরে টানে।
দিতে চাইলেও নেব না বিদায়,
সুখের অন্বেষণে ভেসে বেড়ানো শুকতারার স্বপ্নটাকে
সাজাবো তোমার বিশ্বাসের ফুলদানিতে,
অবনত মুখে দাঁড়াবো তোমার কাছে
-দিও না ফিরিয়ে,
রেখো আমাকে তোমার মনের ঘরে
রেখো হৃদয়ের এক কোণে আদুরে সোহাগে ভরিয়ে।