বিশ্বাসেতে ভক্তি রেখে
সাধন করতে হয়,
অবিশ্বাসে ভক্তি শূন্য
জ্ঞানী জনে কয়।
নামে ধ্যানে মনটা রাখতে
বিশ্বাস ভক্তি চাই
সংসার মাঝে অমূল্য তা
শাস্ত্র পাঠে পাই।
বিশ্বাসে তে মিলে কৃষ্ণ
এতো জানি ঠিক,
যুক্তি তর্কে উঠলে মেতে
বলবে সবাই ধিক্ ।
সর্বজীবে বসত করেন
দয়াল প্রভু সাঁই,
বিশ্বাস ভক্তি রাখলে হৃদে
কৃপার ছোঁয়া পাই।
ভালোমন্দ সকল কাজের
বিচার যবে হয়,
প্রভুর পায়ে থাকলে মতি
সকল পাপের ক্ষয়।