একদিন এখানে ছিলাম আমি
তুমিও রাতের আকাশবাতি হয়ে
মধ্যরাতের স্নান সেরে
সীমার উর্ধ্বে ছিলে দুহাতের মুঠিতে ধরে
সমস্ত সময়ের ধারা।
এই রাত অজস্র আলোর কুসুম
আর দুটি ম্লানপল্লব
চেয়েছিল তার দিকে
ঝরে গেছে হারিয়েছে যারা আজীবন
ভাবনার দোতারায়
চাঁদের আলোর মাখামাখি
তোমার প্রাণের কোনো
অনুচ্চার স্বপ্ন-গাঁথা দূর সংলাপ
এই সব দীন-সঞ্চয়ন
এই সব পার্থিব আশ্রয়
আকাশ-নৈবেদ্য আর
অবিরল বারিধারা হয়ে
ঝরে পড়ে মগ্নতায় বিশালের
তীর্থ-নদী তীরে।