বিশ্বের কবি তুমি যেগো রবি
রয়েছো হৃদয় জুড়ে,
ছন্দে ছড়ায় কাব্য গাঁথায়
সঙ্গীতে সুরে সুরে।
সরস্বতীর প্রসাদধন্য
তুমি গো প্রাণের কবি,
বিশ্বজনার হৃদয় মাঝারে
অঙ্কিত তব ছবি।
নাটক নভেল গল্প কবিতা
লিখে গেছো থরে থরে,
মধুর তোমার সুরের লহরী
নিখিলের মন হরে।
সোনার তরীর সোনার ফসলে
হৃদয় করেছো আলো,
ছন্দে রসেতে অমিয় মাধুরী
যত পড়ি লাগে ভালো।
ফিনিক্স পাখি হয়ে ঘুরে ঘুরে
দেখেছো নয়নে যাহা,
কাব্য তুলিতে এঁকেছো সকলি
শাশ্বত রবে তাহা।