কুহু কুহু কোকিল ডাকে
ফাগুন রাঙা ভোরে,
পিউ কাঁহা ওই করুণ সুরে
ডাকছে প্রেমের ঘোরে।
এতো ভোরে ডাকিস কেন
বলনা দুষ্টু পাখি,
সখার তরে পরাণ পুড়ে
বিষাদ কাতর আঁখি।
পলাশ শিমুল রূপে অতুল
মনোহরা সাজে,
মৌটুসী মন হয় উচাটন
প্রেমের ছোঁয়ায় লাজে।
দখিণা বায় বারতা ছায়
দেয় বসন্ত দোলা ,
বলছে ওরে থাকিস জেগে
রাখিস দুয়ার খোলা।
ফাগুন রাগে বাসন্তী মন
অনুরাগে সাজে,
সখা এলে থাকবো দূরে
ঢাকবো রে মুখ লাজে।