উত্তর ছেড়ে বহু দক্ষিণে বৃত্ত
ঘুরছো ফিরছো আমি শুধু উদ্বৃত্ত !
ইচ্ছের আয়ু গলে গলে হয় ঠান্ডা
দীর্ঘ বিষাদে পুড়ে যায় সুখ ভান্ডার ।
পূর্ণিমা টানে জোয়ারের ভালবাসা
অনাদির পথে , নেই কোনও দূর্বাশা ।
আমাদের আছে শূন্যের অভিশাপ
অর্ফিয়াসের সংশয় শূলে ঝাঁপ ।
আমরা পাইনি পৃথিবীর পরমায়ু
বুদবুদ প্রেমে হতে চাই উদ্বাহু ।
বুক পেতে আছি , মাঝে মাঝে মঞ্জীর
হেঁটে যেও সুরে দূর চেরাপুঞ্জির ।
চোখে উত্তর একবার পাতো — ‘ দয়িতা ‘
দৃষ্টির মেঘে বৃষ্টি হলেই কবিতা ।