‘অ্যাকশন’ বলার পরে আর অপেক্ষা
করার জো থাকে না
সময়ের ক্যামেরা চালু হয়ে গেছে
অপ্রস্তুত আমার অক্ষরদৃশ্য
পরপর তুলে নেয় উত্তর আধুনিক চোখ
ঘুমের ফাঁক গলে রাত পেরিয়ে পরের সকাল
কেবলই হোঁচট খেয়ে চলি
কিছুতেই পূর্ণ প্রস্তুত হতে পারি না
টুকরো শংসার ভীড়ে কোনও জন্মতাপ নেই
জীবন জুড়িয়ে আসছে হাড় ঠকঠক কাঁপে
স্বেচ্ছামৃত্যুর দক্ষিণ দুয়ারে গিয়ে আটকে যায় পা
যে কবিতা লিখতে চেয়েছিলাম
সে কবিতা লেখা হয় না কোনও দিন