ঘিরে আছে বন্ধদিন শব্দহীন ভীড়ে
কিভাবে সাজাবো তূণে ভাবনা শায়ক
কবিতার ভাসচক্ষু ভেসে যায় সরযূর জলে
শতাব্দীর রুটমার্চ শোক বয়স্ক সভ্যতার
টুকরো বিশ্বাস দৃশ্য জোড়া দিতে আসে
ভয়ের গলনাঙ্কে গলে রাত্রির চৈতালী সুখ
ভীমরুল বুথে বুম্ জমে আছে
নির্বাচনী নামতার সুধা
ওড়াও ওড়াও বিষ হূলের হাওয়ায়
উপরোক্ত স্তবকের অক্ষরশ্রম
নাজিমের নীল চোখে চিকচিক করে
লোরকা বুলেটে বুকে চিনচিনে ব্যথা
কলকাঠি নড়ে ঠিক টিক
সময়ের রিপোর্টার হয়ে যান কবি
কবিতার ভাসচক্ষু ভেসে যায় সরযূর জলে
আদিকবি তুমিও শব্দে সূর্য ওঠাতে পারো না