সিন্ধু জলে হরপ্পার স্মৃতির মতন
অগোছালো ঢেউ ঢেউ ছায়াহীন সূর্যপতন ।
হিমরক্ত বয়ে বয়ে আধুনিক পাথরের
উদাসীন গুহাঘরে উবু হয়ে আছি ।
উলুখাগড়া জীবনের লীনতাপ শুষে
শ’য়ে শ’য়ে লঞ্চার যুগে যুগে বধ্যভূমি খোঁজে ।
জরাসন্ধী ক্ষমতার ডি এন এ’র বীজে
সীজারীয় ভূত ঘোরে শতাব্দীর স্রোতে ।
বাতাসের মত পাখির পালকে কোনও
সীমান্তের মানচিত্র নেই ।
সমুদ্রের ত্রিনয়নে ফুটে আছে
আশ্চর্য ধৈর্য্যের প্রেমিক প্রশ্রয় ।
সভ্যতার শেষ যুদ্ধ শোকে
বিশুদ্ধ মানবতার চোখে ভেসে যাবে শেষ কান্নাযান ,
এই অনুপম আশার ভরসা রঙে
এখনও কবিতার প্রশান্ত প্রচ্ছদ আঁকি ।