ভালোবাসার নিঃস্বতায় প্রণয়ের গভীরে
আকুল দুটি মন দিয়েছে পাড়ি,
একাত্ম হওয়ার তীব্র বাসনায়
জেগেছে প্রণয়ের কাণ্ডারী ।
আগুনের শিখা ছুঁয়েছে প্রাণ
তোমার উষ্ণতা মাখা স্পর্শনে,
হে মোর প্রাণময়, এঁকেছি তোমায়
আমার আত্মিক কল্পনার গহীন কোনে ।
ভালোবাসার নিঃস্বতায় প্রণয়ের গভীরে
আকুল দুটি মন দিয়েছে পাড়ি,
একাত্ম হওয়ার তীব্র বাসনায়
জেগেছে প্রণয়ের কাণ্ডারী ।
আগুনের শিখা ছুঁয়েছে প্রাণ
তোমার উষ্ণতা মাখা স্পর্শনে,
হে মোর প্রাণময়, এঁকেছি তোমায়
আমার আত্মিক কল্পনার গহীন কোনে ।